ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

বাংলাদেশের ক্বারিকে থাই প্রধানমন্ত্রীর সম্মাননা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩২ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৯
বাংলাদেশের ক্বারিকে থাই প্রধানমন্ত্রীর সম্মাননা থাইল্যান্ডের ‘আন্তর্জাতিক মিলাদুন্নবী (সা.) সম্মেলন-২০১৯’ এ শায়খ আহমাদ বিন ইউসুফকে সম্মাননা দেন থাই প্রধানমন্ত্রী।

থাইল্যান্ডের ব্যাংককে আয়োজিত ‘আন্তর্জাতিক মিলাদুন্নবী সা. সম্মেলন-২০১৯’ এ আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত সংস্থা (ইক্বরা)-এর সভাপতি, শাইখ ক্বারি আহমাদ বিন ইউসুফ আল আযহারীকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করেছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী জেনারেল প্রাউথ চান-ওচা ।

শুক্রবার (০৫ এপ্রিল) থাইল্যান্ডের ব্যাংককে আয়োজিত থাইল্যান্ডের ইতিহাসে সর্ববৃহৎ ‘আন্তর্জাতিক মিলাদুন্নবী (সা.) সম্মেলন-২০১৯’ এ সে দেশের প্রধানমন্ত্রী সম্মাননামূলক এ ক্রেস্ট প্রদান করেন।

শায়েখ আহমাদ বিন ইউসুফের সঙ্গে মিসরের শাইখ ড. আহমাদ আহমাদ নাঈনাকেও সম্মাননা প্রদান করেছেন থাই প্রধানমন্ত্রী।

ড. আহমাদ আহমাদ নাঈনা আরবলীগ কর্তৃক পরিচালিত বিশ্বের আন্তর্জাতিকভাবে প্রসিদ্ধ ক্বারিদের সংগঠন ‘ইত্তেহাদুল আরাবি ওয়াদ-দুয়ালি লি-কুররা-ইল-কোরানিল কারিম’ (ইত্তেহাদুল কুররা আল-আলামিয়া) এর সভাপতি এবং ‘আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা)’-এর আন্তর্জাতিক মহাসচিব।

থাইল্যান্ডের ‘আন্তর্জাতিক মিলাদুন্নবী (সা.) সম্মেলন-২০১৯’ এ কেরাত পড়ছেন শায়খ আহমাদ বিন ইউসুফ।

সম্মেলনে ব্রুনাই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মায়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, ভিয়েতনামসহ মোট ১২ দেশের প্রতিনিধিগন অংশগ্রহণ করেন। এছাড়াও বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, থাইল্যান্ডের শীর্ষ ওলামায়ে কেরাম, মন্ত্রী সদস্যরা, বিমানবাহিনী, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ উপস্থিত ছিলেন।

থাইল্যান্ড ৫ লাখ ১৫ হাজার বর্গকিলোমিটারের দেশ। দেশটিতে লোক সংখ্যা সাড়ে সাত কোটির বেশি। ৯০ শতাংশেরও বেশি বৌদ্ধ ধর্মাবলম্বীর দেশ থাইল্যান্ডে ইসলাম, খ্রিস্টান, হিন্দু ও শিখ ধর্মের লোকেরা স্বাধীনভাবে ধর্ম-কর্ম করতে পারেন।

থাইল্যান্ডের মোট জনসংখ্যার মাত্র ২ শতাংশ মুসলিম। মিলাদুন্নবীর অনুষ্ঠান থাই মুসলমানদের কাছে একটি বড় ধর্মীয় অনুষ্ঠান। ‘সেন্ট্রাল ইসলামিক কমিটি অব থাইল্যান্ড’ মুসলমানদের সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষ। যা রাজাকর্তৃক স্বীকৃত এবং ইসলামি শিক্ষা, হজ, মসজিদ ব্যবস্থাপনা ও শরিয়া কোর্টসহ বিভিন্ন বিষয়ে রাজাকে পরামর্শ দিয়ে থাকেন।

লেখক: মিডিয়াসেল ইক্বরা

ইসলাম বিভাগে আপনিও লিখতে পারেন। লেখা পাঠাতে মেইল করুন: [email protected]

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৯
এমএমইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।