ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

বরিশালে ঈদ উদযাপন করবে কয়েক হাজার পরিবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৮ ঘণ্টা, জুন ৪, ২০১৯
বরিশালে ঈদ উদযাপন করবে কয়েক হাজার পরিবার

বরিশাল: বরিশাল জেলার বিভিন্ন এলাকায় কয়েক হাজার পরিবার আজ মঙ্গলবার (০৪ জুন) পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবে। 

বিশ্বের যেকোনো দেশে চাঁদ দেখার ওপর নির্ভর করে তারা মঙ্গলবার সকালে ঈদের নামাজ আদায় করবে। এজন্য যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।

সোমবার (০৩ জুন) সৌ‌দিআরবসহ বিশ্বের বিভিন্ন জায়গায় শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের মধ্য দিয়ে ঈদ উৎসব পালন করবে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলাস্থ জাহাঁগিরিয়া শাহ্সুফি মমতাজিয়া দরবার শরীফের অনুসারী হাবিবুর রহমান।

বরিশাল সিটি করপোরেশন এলাকায় তিনটি জামায়াতের মধ্যে প্রধান ও বৃহত্তম ঈদুল ফিতরের জামায়াত সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে ২৩নং ওয়ার্ডে “তাজকাঠি জাহাঁগিরিয়া শাহ্সুফি মমতাজিয়া জামে মসজিদ” প্রাঙ্গণে।

এছাড়াও পৌর এলাকার ২৩নং ওয়ার্ডের উত্তর সাগরদী মৃধাবাড়ি শাহ্সুফি মমতাজিয়া জামে মসজিদে ও ২৬নং ওয়ার্ডে হরিনাফুলিয়া চৌধুরী বাড়ি শাহ্সুফি মমতাজিয়া জামে মসজিদে  এবং ২২নং ওয়ার্ডে জিয়া সড়ক শাহ্সুফি মমতাজিয়া জামে মসজিদে পৃথক জামায়াতে কয়েক হাজার ধর্মপ্রাণ মুসলমান ঈদুল ফিতরের নামাজ আদায় করবে।

এছাড়াও বরিশাল সদর উপজেলার চরকিউট্টা গ্রামে-হাফেজ লোকমান শাহ্সুফি মমতাজিয়া জামে মসজিদে, বন্দর থানা সাহেবের হাটের পতাং গ্রামে-পতাং শাহ্সুফি মমতাজিয়া মসজিদ প্রাঙ্গণে, মেহেন্দিগঞ্জের তালুকদারচর গ্রামে তালুকদার চর শাহ্সুফি মমতাজিয়া জামে মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে।

অপরদিকে, দরবারের অনুসারীদের বাবুগঞ্জ উপজেলার প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে। এছাড়াও বাবুগঞ্জের খানপুড়া চেয়ারম্যান বাড়ি শাহ্সুফি মমতাজিয়া জামে মসজিদে, কেদারপুর শাহ্সুফি মমতাজিয়া জামে মসজিদ, উজিরপুর শাহ্সুফি মমতাজিয়া জামে মসজিদ, মাধবপাশা দুয়ারীবাড়ি শাহ্সুফি মমতাজিয়া জামে মসজিদ, মুলাদি উপজেলার চরকালেখা গ্রামে চরকালেখা শাহ্সুফি মমতাজিয়া জামে মসজিদে ঈদুল ফিতরের জামায়াত অনুষ্ঠিত হবে।

হিজলা উপজেলার প্রধান ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে শ্রীরামপুর গ্রামের শ্রীরামপুর দরবার শাহ্ সাহেব জামে মসজিদ প্রাঙ্গণে। এছাড়াও কোলচর গ্রামে কোলচর শাহ্সুফি মমতাজিয়া মসজিদে শাহ্সুফি মমতাজিয়া দরবারের অনুসারীরা ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন।

বাকেরগঞ্জ উপজেলার সুন্দরকাঠি গ্রামে-সুন্দরকাঠি দরবার শরীফে প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন হাফেজ মাওলানা এমদাদ উল্লাহ।

এছাড়াও ঝালকাঠিতে একটি ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার কথাও রয়েছে। ফলে ওইসব এলাকায় এরই মধ্যে ঈদের আমেজ ছড়িয়ে পড়েছে।  

বাংলা‌দেশ সময়: ০৫১৩ ঘণ্টা, জুন ০৪, ২০১৯
এমএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।