ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

রমজানের পর শাওয়ালের ছয় রোজায় সারা বছর রোজা রাখার সওয়াব

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১২ ঘণ্টা, জুন ১০, ২০১৯
রমজানের পর শাওয়ালের ছয় রোজায় সারা বছর রোজা রাখার সওয়াব ছবি: সংগৃহীত

দীর্ঘ সিয়াম সাধনার রমজান অতিক্রম হয়েছে মাত্র কিছুদিন আগে। রমজানের পরপর শাওয়াল মাস। ইসলামে রমজানের রোজার পর শাওয়াল মাসে ছয়টি রোজার গুরুত্ব অপরিসীম। প্রিয়নবী (সা.) জীবনভর শাওয়ালের রোজা রেখেছেন। সাহাবায়ে কেরামদেরও এ রোজা রাখার নির্দেশ দিয়েছেন।

আবু আইয়ুব আনসারি (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যে ব্যক্তি রমজানের রোজা রাখল, অতঃপর শাওয়ালের ছয়টি রোজা রাখল, সে যেন সারা বছরই রোজা রাখল। ’ (মুসলিম, হাদিস নং: ২/৮২২)

শাওয়ালের ছয় রোজাকে পুরো এক বছরের রোজার সওয়াবের পর্যায়ভুক্ত করার কারণ হলো, বান্দার প্রতিটি ভালো আমলকে আল্লাহ তাআলা ১০ গুণ সওয়াব দান করেন।

মহান আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, ‘যে একটি সৎকাজ করবে, সে তার ১০ গুণ সওয়াব পাবে। ’ (সুরা আনআম, আয়াত: ১৬০)

সুতরাং রমজানের ৩০ রোজা আর শাওয়ালের ছয়টিসহ মোট ৩৬টি রোজা হয়। আর প্রতিটি পুণ্যময় কাজের সওয়াব ১০ গুণ বৃদ্ধির কথা কোরআনুল কারিমের উপর্যুক্ত আয়াতে বলা হয়েছে। অতএব ৩৬ কে ১০ গুণ বৃদ্ধি করলে ৩৬০ হয়। সুতরাং বছরে ৩৬টি রোজা রাখলে যেন পূর্ণ বছর অর্থাৎ ৩৬০ দিনই রোজা রাখা হয়। অতএব, যে ব্যক্তি এভাবে প্রতি বছর ৩৬টি রোজা রাখল সে যেন সারা জীবন রোজা রাখল। -অর্থাৎ সারা বছর রোজার সমান সওয়াব হবে। - (ফাতহুল মুলহিম: ৩/১৮৭)

সাওবান (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, ‘রমজানের রোজা ১০ মাসের রোজার সমতুল্য আর (শাওয়ালের) ছয় রোজা দুই মাসের রোজার সমান। সুতরাং এ হলো এক বছরের রোজা। ’ (নাসায়ি, হাদিস নং: ২/১৬২)

বর্ণিত হাদিস অনুযায়ী রমজানের ৩০ রোজা ১০ মাসের ৩০০ রোজার সমতুল্য; আর শাওয়ালের ছয় রোজা দুই মাসের ৬০ রোজার সমান। সুতরাং এ হলো এক বছরের রোজা।

শাওয়ালের ছয় রোজা ধারাবাহিকভাবে অথবা বিরতি দিয়ে রাখা যায়। কারও রমজানের কাজা রোজা থেকে থাকলে, তাহলে প্রথমে রমজানের কাজা আদায় করে, এরপর শাওয়ালের রোজা রাখবে। যারা পবিত্র রমজানের যথাযথ কদর করেননি তাদের উচিত এখনই আল্লাহ তাআলার কাছে তওবা-ইস্তেগফার করা। আল্লাহ তাআলার রহমতের ছায়াতলে আশ্রয় নেওয়া। গোনাহ ছেড়ে দিয়ে নেক আমলের দিকে ধাবিত হওয়া। আল্লাহ আমাদের তাওফিক দান করুন।

ইসলাম বিভাগে আপনিও লিখতে পারেন। লেখা পাঠাতে মেইল করুন: [email protected]

বাংলাদেশ সময়: ২০১০  ঘণ্টা, জুন ০৯, ২০১৯
এমএমইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।