ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

এক হাজার ফিলিস্তিনিকে হজ করাবেন সৌদি বাদশাহ

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০১ ঘণ্টা, জুলাই ৯, ২০১৯
এক হাজার ফিলিস্তিনিকে হজ করাবেন সৌদি বাদশাহ বাদশাহ সালমান। ছবি: সংগৃহীত

স্বাধীনতা আন্দোলন করতে গিয়ে ইসরায়েলি সেনাদের নির্যাতনের শিকার হন ফিলিস্তিনিরা। এতে অসংখ্য ফিলিস্তিনি নাগরিক শহিদও হয়েছেন। সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ সে ধরনের ফিলিস্তিনি শহিদদের পরিবারের এক হাজার সদস্যকে সরকারি তত্ত্বাবধানে গত বছর হজ করিয়েছেন। এবছরও তিনি কর্তৃপক্ষকে আদেশ দিয়েছেন এক হাজার ফিলিস্তিনির হজের ব্যবস্থা করতে। খবর সৌদি গ্যাজেটের।

ফিলিস্তিনের নির্বাচিত হজযাত্রীদের তত্ত্বাবধানে থাকবেন সৌদির ইসলামবিষয়ক প্রতিমন্ত্রী আবদুল লতিফ আল-আশশেইখ। তাদের প্রতি সহমর্মিতা প্রকাশে সৌদি বাদশাহর এমন উদারতার প্রশংসা করেন আবদুল লতিফ।

নির্বাচিত সদস্যরা মিসর ও জর্ডানের দূতাবাসের অনুমতি নিয়ে হজে আসতে যাবতীয় কাজ দ্রুত সম্পন্ন করা হবে বলেও জানান তিনি।

সৌদির সরকারি ব্যবস্থাপনায় ফিলিস্তিন ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের শহিদ পরিবারকে প্রতি বছরই হজ-ওমরা করার ব্যবস্থা করে সৌদি সরকার। সৌদি বাদশাহর নিজস্ব উদ্যোগে তাদের হজ-ওমরার যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা হয়। এ পর্যন্ত ফিলিস্তিনের ১৭ হাজার মানুষ সৌদি বাদশাহর উদ্যোগে হজ আদায় করেছেন।

ইসলাম বিভাগে আপনিও লিখতে পারেন। লেখা পাঠাতে মেইল করুন: [email protected]

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৯
এমএমইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।