ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

হজ পালনকালেই সন্তান প্রসব

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৯
হজ পালনকালেই সন্তান প্রসব হজ পালনকালে সন্তান প্রসব করেছেন আট নারী। ছবি: সংগৃহীত

ঢাকা: এ বছর হজ পালনকালে অন্তত আটটি শিশুর জন্ম হয়েছে পবিত্র নগরী মক্কা, মিনা ও আরাফাত ময়দানে। 

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, রোববার (১১ আগস্ট) মক্কা প্রসূতি ও শিশু হাসপাতালে পাঁচটি শিশুর জন্ম হয়েছে। আরাফাত ময়দানে দু’টি শিশু ও মিনায় একটি শিশুর জন্ম হয়েছে।

আরব নিউজ জানায়, গত শনিবার (১০ আগস্ট) হজের দ্বিতীয় দিনে আরাফাত ময়দানে হজরীতি পালনকালে দুই নারীর প্রসব বেদনা শুরু হয়। এসময় অন্য হাজিদের সহযোগিতায় দ্রুত তাদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  

এদের মধ্যে ছিলেন লিবিয়ার সৌদি মোহাম্মদ বারবুশ (৪০)। তিনি পবিত্র স্থানটির নামানুসারে সন্তানের নাম রেখেছেন আরাফাত। দ্বিতীয় নারী গিনির বাসিন্দা। তিনি সন্তানের নাম রেখেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নামানুসারে।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।