ঢাকা, রবিবার, ২৩ অগ্রহায়ণ ১৪৩১, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৫ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

জেলা-উপজেলা পর্যায়ে একটি করে মডেল মসজিদ স্থাপন করা হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৯
জেলা-উপজেলা পর্যায়ে একটি করে মডেল মসজিদ স্থাপন করা হবে

মেহেরপুর: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, জেলা ও উপজেলা পর্যায়ে একটি করে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন করা হবে। আর এসব মসজিদগুলোতে লাইব্রেরি থাকবে এবং কোরআন তেলাওয়াতের ব্যবস্থা থাকবে।  

শুক্রবার (৩০ আগস্ট) দুপুরে মেহেরপুর কোর্ট রোডে জেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তিপ্রস্তুর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক আতাউল গনি, পুলিশ সুপার এসএম মুরাদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক ইবাদত হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুল আলম।

এরআগে, জেলা প্রাশাসকের কার্যালয় চত্বরে মেহেরপুরে ঘূর্ণিঝড় এবং কালবৈশাখীর ঝড়ে ক্ষতিগ্রস্ত ৩৫০ পরিবারের মধ্যে পর্যায়ক্রমে ৩৫০ বান্ডিল টিন ও ১০লাখ ৫০ হাজার টাকা বিতরণ করেন প্রতিমন্ত্রী ফরহাদ।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।