ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

ওলামা-মাশায়েখ আমার সবচেয়ে আপন মানুষ: ধর্ম প্রতিমন্ত্রী

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৭ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৯
ওলামা-মাশায়েখ আমার সবচেয়ে আপন মানুষ: ধর্ম প্রতিমন্ত্রী

গোপালগঞ্জ: এ দেশের ওলামা-মাশায়েখগণ আমার সবচেয়ে আপনজন। মুসলমানদের কল্যাণে সব ভালো কাজে আমি ওলামা-মাশায়েখগণের পরামর্শ নিয়ে থাকি। দেশের শীর্ষ স্থানীয় ৫৮জন ওলামা-মাশায়েখকে অন্তর্ভূক্ত করে এ বছর প্রথম বারের মতো ‘হজ ওলামা-মাশায়েখ টিম ২০১৯’ গঠন করেছি। এতে বাংলাদেশের হজযাত্রীরা দারুণভাবে উপকৃত হয়েছেন।

বুধবার (০৯ অক্টোবর) ইসলামিক ফাউন্ডেশন গোপালগঞ্জ জেলা কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আবদুল্লাহ।

২০১৯ সালে বাংলাদেশের হজ ব্যবস্থাপনার ইতিহাসে সফলতম হজ ব্যবস্থাপনা সম্পন্ন করায় গোপালগঞ্জ জেলার সর্বস্তরের ওলামা-মাশায়েখদের পক্ষ থেকে ধর্ম প্রতিমন্ত্রীকে সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, আমরা হজ ব্যবস্থাপনা উন্নয়নের লক্ষ্যে আলেম-ওলামাদের সম্পৃক্ত করেছি। হজ এজেন্সিগুলোর কার্যক্রম সার্বক্ষনিকভাবে মনিটরিংয়ের ব্যবস্থা করেছিলাম। বিমানের সিডিউল বিপর্যয় রোধে আমরা সরাসরি হজ এজেন্সির নিকট টিকিট বিক্রির ব্যবস্থা করেছিলাম। এছাড়াও হজযাত্রীদের ইলেক্ট্রনিক হেলথ প্রোফাইল তৈরি করে সব হজযাত্রীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করেছিলাম। হজযাত্রীদের হজের সফরে করণীয় ও ধর্মীয় বিধি-বিধান বিষয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়ায় এ বছর হজযাত্রীদের হজ পালন অনেক সহজ হয়েছে। সার্বিকভাবে হজ ব্যবস্থাপনা সুন্দর হওয়ায় ইতোমধ্যে দেশ-বিদেশে আমরা ব্যপক প্রশংসা পেয়েছি।

অনুষ্ঠানে ওলামা-মাশায়েখদের একাংশ। গওহরডাঙ্গা মাদ্রাসার মুহতামিম আল্লামা মুফতি রুহুল আমিনের সভাপতিত্বে ও ইসলামিক ফাউন্ডেশনের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবু অবায়দা মোহাম্মদ মাস-উ-দুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার, গোপালগঞ্জ মো. সাইদুর রহমান, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুল আলম, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব শেখ মো. রুহুল আমিন, কাজুলিয়া মাদ্রাসা মুহতামিম মাওলানা আবুল কালাম সাহেব।

সভায় গোপালগঞ্জ জেলার সর্বস্তরের আলেমগণের পক্ষ থেকে এ বছর সফল হজ ব্যবস্থাপনার জন্য ধর্ম প্রতিমন্ত্রীকে ক্রেস্ট ও সম্মাননাপত্র দেওয়া হয়। এক বার্তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসাইন এসব তথ্য বাংলানিউজকে নিশ্চিত করেন।

ইসলাম বিভাগে আপনিও লেখা পাঠাতে পারেন। লেখা ও জীবনঘনিষ্ঠ প্রশ্ন পাঠাতে মেইল করুন: [email protected]

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৯
এমএমইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।