ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

বিশ্ব ইজতেমা

তুরাগতীরে বয়ান-ইবাদতে লাখো মুসল্লির দ্বিতীয় দিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২০
তুরাগতীরে বয়ান-ইবাদতে লাখো মুসল্লির দ্বিতীয় দিন ইজতেমা ময়দানে লাখো মুসল্লিরা। ছবি: বাংলানিউজ

গাজীপুর: গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে তাবলিগ জামাত আয়োজিত বিশ্ব ইজতেমার ময়দানের আশপাশে বিভিন্ন সড়ক, ফুটপাত ও খালি জায়গায় অংশ নিয়েছেন কয়েক লাখো ধর্মপ্রাণ মুসল্লিরা। মুসল্লিরা প্রথমপর্বের দ্বিতীয় দিন কাটছেন বয়ান ও ইবাদত করে।

তারা বয়ান ও ইবাদতের পাশাপাশি সেরে নিচ্ছেন প্রয়োজনীয় কাজ। আল্লাহকে রাজি-খুশি করতে কনকনে শীতেও থেমে নেই তাদের ইবাদত।

দেশের ৬৪ জেলার বিভিন্ন এলাকার কয়েক লাখ মুসল্লি ইজতেমা ময়দানে অবস্থান করছেন। তার পাশেই অবস্থান নিয়েছেন বিভিন্ন দেশের থেকে আসা মুসল্লিরা। ময়দানে মুসল্লিরা।  ছবি: বাংলানিউজইজতেমার মুরুব্বি ইঞ্জিনিয়ার খন্দকার মেজবাহ্ উদ্দিন আহম্মেদ জানান, শনিবার (১১ জানুয়ারি) বাদ ফজর বয়ান করেন ভারতের মওলানা আব্দুর রহমান। পরে তা বাংলায় তরজমা করেন বাংলাদেশের মওলানা মাহমুদ হোসেন।

আয়োজকরা জানান, এবার ৫৫ তম বিশ্ব ইজতেমার প্রথমপর্ব জোবায়েরপন্থিরা পরিচালনা করছেন। দ্বিতীয়পর্ব পরিচালনা করবেন সাদপন্থিরা। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বাদ মাগরিব ভারতের মওলানা আহম্মেদ ইব্রাহীম দেওলার আম বয়ানে শুরু হয় ইজতেমার প্রথমপর্ব। ময়দানে মুসল্লিরা।  ছবি: বাংলানিউজরোববার (১২ জানুয়ারি) জোহরের আগে আখেরী মোনাজাতের মাধ্যমে সম্পন্ন হবে ইজতেমার প্রথমপর্ব। পরে চারদিন পর ফের ১৭ জানুয়ারিতে শুরু হবে ইজতেমার দ্বিতীয়পর্ব। দ্বিতীয়পর্ব পরিচালনা করবেন সাদপন্থির মুসল্লিরা। রোববার (১৯ জানুয়ারি) আখেরী মোনাজাতের মাধ্যমে সম্পন্ন হবে এবারের বিশ্ব ইজতেমা।

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২০
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।