ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

ইজতেমায় ২ দিনে মারা গেলেন ৯ মুসল্লি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫১ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২০
ইজতেমায় ২ দিনে মারা গেলেন ৯ মুসল্লি

ঢাকা: টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বে অংশ নিয়ে মারা গেছেন এ পর্যন্ত নয় মুসল্লি। এর মধ্যে শুরুর দিন অর্থাৎ বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) মারা গেছেন তিনজন। বাকি ছয়জনের মৃত্যু হয়েছে শুক্রবার (১০) জানুয়ারি) বিভিন্ন সময়ে।

কুমিল্লার দেবিদ্বার থানার ডিমলা এলাকার তমিজ উদ্দিন (৬৫), রাজশাহীর চারঘাট থানার বনকি এলাকার আব্দুর রাজ্জাক (৭০), ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার তোল্লা এলাকার শাহজাহান (৬০), বরিশালের গৌরনদী থানার খালিশপুর এলাকার আলী আজগর (৫৫) ও নারায়ণগঞ্জের বন্দর থানার কলাবাগান এলাকার ওসমান গণি ইউসুফ (৫০) মারা গেছেন শুক্রবার দিবাগন রাতের বিভিন্ন সময়ে। এছাড়া শুক্রবার সকালে মারা গেছেন শহিদুল ইসলাম (৫০) নামে এক মুসল্লি।

এর আগে বৃহস্পতিবার সকালে ইজতেমায় মৃত্যু হয়েছে ইয়াকুব আলী (৮৫) নামে এক মুসল্লির। এছাড়া রাতে মৃত্যু হয়েছে খোকা মিয়া (৬০), মোহাম্মদ আলীর (৭০)। ধারণা করা হচ্ছে, এ পর্যন্ত যারা মারা গেছেন, তাদের বেশির ভাগই বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

বিশ্ব ইজতেমার মুরুব্বি ইঞ্জিনিয়ার মেজবাহ উদ্দিন আহম্মেদ বাংলানিউজকে এমন তথ্য দিয়েছেন।

এদিকে, বৃহস্পতিবার বাদ মাগরিব আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। আমবয়ান শুরু করেন ভারতীয় মওলানা আহম্মেদ ইব্রাহীম দেওলা। এরপর শুক্রবার বাদ ফজর আমবয়ান শুরু করেন পাকিস্তানের মওলানা ওবায়দুল্লাহ খুরশিদ।

রোববার (১২ জানুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার এ পর্ব।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২০
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।