মোনাজাতে মুসল্লিরা চোখের পানিতে আল্লাহর রহমত কামনা করেন। তওবা করেন, আল্লাহর কাছে ক্ষমা চান।
করোনার সংক্রমণ রোধে খুলনার মসজিদগুলোতে শারীরিক দূরত্ব বজায় রেখে জুমার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। এসময় দেশ, জাতির সুখ-সমৃদ্ধি ও মুসলিম মিল্লাতের কল্যাণেও মোনাজাত করেন তারা।
ঈদগাহ বা খোলা জায়গার পরিবর্তে আসন্ন ঈদুল ফিতরের নামাজের জামাত কাছের মসজিদে আদায় করতে হবে। কাতারে দাঁড়ানোর ক্ষেত্রেও শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এ বিষয়ের নির্দেশনা মুসল্লিদের জানান মসজিদের ইমাম ও খতিবরা।
বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, মে ২২, ২০২০
এমআরএম/ওএইচ/