এবার ঈদের জামাত ঈদগাহে না করে মসজিদে করার অনুরোধ করে গত ১৪ মে নির্দেশনা দিয়েছিল ধর্ম মন্ত্রণালয়।
ঈদের আগের দিন এক ভিডিওবার্তায় সেই নির্দেশনা স্মরণ করে দিয়ে প্রতিমন্ত্রী বলেন, করোনা ভাইরাস সংক্রান্ত ব্যাপারে সারাদেশটা কিন্তু মরণব্যাধি ঝুঁকির মধ্যে আবদ্ধ।
'এক্ষেত্রে ঈদের নামাজ পড়ার জন্য কোনো খোলা ময়দান বা ঈদগাহে নামাজ না পড়ার জন্য আমরা সমস্ত আলেম-ওলামাদের মতামত নিয়ে দেশবাসীকে আবেদন জানিয়েছি যে, ঈদের নামাজ যার যার নিকটস্থ মসজিদে আদায় করার জন্য। কিছু শর্তসাপেক্ষে মুসল্লিদের আমরা অনুরোধ জানিয়েছি, আশা করি সেভাবে ঈদের জামাত হবে। '
প্রতিমন্ত্রী বলেন, প্রতিকূল আবহাওয়ার কারণে কখনই খোলা মাঠে ঈদের জামাত হয় না। কোনো যুক্তিসঙ্গত ওজর থাকলে শরিয়তেই বিধান আছে যে কোনো খোলা ময়দানে না পড়ে নিজ নিজ মসজিদে বা যেকোনো জায়গাতেই পড়া যেতে পারে।
***ঈদের জামাত মসজিদেই, মানতে হবে আরো যেসব নির্দেশনা
বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, মে ২৪, ২০২০
এমআইএইচ/এএ