ঢাকা, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

ইসলাম

ঈদুল আজহার তারিখ নির্ধারণে সভা মঙ্গলবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, জুলাই ২০, ২০২০
ঈদুল আজহার তারিখ নির্ধারণে সভা মঙ্গলবার ছবি: প্রতীকী

ঢাকা: পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণ ও পবিত্র যিলহজ্জ মাসের চাঁদ দেখা বিষয়ে মঙ্গলবার (২১ জুলাই) জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।

সোমবার (২০ জুলাই) দুপুরে এক বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃপক্ষ এ তথ্য জানায়।

ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে এ সভা।

ইসলামিক ফাউন্ডেশন জানায়, মঙ্গলবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে (বাদ মাগরিব) বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে। এতে ১৪৪১ হিজরি সনের ঈদুল আজহার তারিখ নির্ধারণ ও যিলহজ্জ মাসের চাঁদ দেখা বিষয়ে সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র যিলহজ্জ মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন ও ফ্যাক্সের মাধ্যমে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্যও অনুরোধ করা হয় বিজ্ঞপ্তিতে।

টেলিফোন নম্বরগুলো হলো: ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ এবং ৯৫৫৮৩৩৭। ফ্যাক্স নম্বর: ৯৫৬৩৩৯৭ এবং ৯৫৫৫৯৫১।

মঙ্গলবার দেশের আকাশে পবিত্র যিলহজ্জ মাসের চাঁদ দেখা গেলে আগামী ৩১ জুলাই (শুক্রবার) দেশে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জুলাই ২০, ২০২০
এইচএমএস/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।