ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

সিলেটে ঈদের প্রধান জামাত দরগাহ মসজিদে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৬ ঘণ্টা, জুলাই ৩১, ২০২০
সিলেটে ঈদের প্রধান জামাত দরগাহ মসজিদে

সিলেট: সিলেটে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে হযরত শাহজালাল (র.) দরগাহ মসজিদে। প্রতিবছর দুই ঈদের প্রধান জামাত শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হলেও করোনা সংক্রমণ এড়াতে গত ঈদুল ফিতর থেকে স্বাস্থ্যবিধি মেনে মসজিদে অনুষ্ঠিত হচ্ছে ঈদ জামাত।

এরই ধারাবাহিকতায় সিলেটের শাহজালাল (র.) মাজার মসজিদে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে জামাত।

মাজার পরিচালনা কমিটির সদস্য সামুন মাহমুদ খান বলেন, ঈদুল ফিতরের ন্যায় স্বাস্থ্যবিধি মেনে ঈদুল আজহার জামাতও অনুষ্ঠিত হবে। পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনে একাধিক জামাতও আয়োজন করা হতে পারে।

নগরভবন সংলগ্ন কুদরত উল্লাহ জামে মসজিদেও ঈদুল আজহার তিনটি জামাত অনুষ্ঠিত হবে, সাড়ে ৮টা ও সাড়ে ৯টায় বাকি দু’টি জামাত অনুষ্ঠিত হবে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এছাড়া নগরের অন্যান্য মসজিদেও একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সর্বাধিক ৪টি জামাত অনুষ্ঠিত হবে সিলেট কালেক্টরেট জামে মসজিদে। সকাল ৭টায় ৮টায়, ৯টা এবং ১০টায় জামাত অনুষ্ঠিত হবে নিশ্চিত করেছেন সিলেট ইমাম সমিতির সভাপতি মওলানা হাবিব আহমদ শিহাব।

হযরত শাহপরাণ (রহ.) মাজার মসজিদ ও বন্দর বাজারের কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৮টায়। গাজী বুরহান উদ্দিন জামে মসজিদে সকাল ৯টায়, কাজিরবাজার মাদ্রাসা মসজিদে সকাল সাড়ে ৭টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

এদিকে, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফর রহমান বাংলানিউজকে বলেন, জেলার ১৩টি উপজেলায় ১ হাজার ১২১টি মসজিদে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে।

এছাড়া নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) জ্যোতির্ময় সরকার বাংলানিউজকে বলেন, মহানগর এলাকায় এক হাজার ৫৮০টি মসজিদ রয়েছে। যেহেতু খোলা বা উন্মুক্ত স্থানে ঈদ জামাত হবে না। তাই সম্ভাব্য বেশিভাগ মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ০২৫৪ ঘণ্টা, জুলাই ৩১, ২০২০
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।