ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

ইসলাম

বগুড়ায় ঈদের প্রথম জামাত সকাল সাড়ে ৭টায়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, জুলাই ৩১, ২০২০
বগুড়ায় ঈদের প্রথম জামাত সকাল সাড়ে ৭টায়

বগুড়া: করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে এবার ঈদুল আজহার নামাজ কোন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হচ্ছে না। ফলে জেলা ও উপজেলা পর্যায়ের কেন্দ্রীয় মসজিদগুলোর পাশাপাশি পাড়া-মহল্লার মসজিদগুলোতে এক বা একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

শনিবার (০১ আগস্ট) বগুড়ায় কেন্দ্রীয় ও বাইতুর রহমান সেন্ট্রাল জামে মসজিদে ঈদুল আজহার প্রথম জামাত সকাল সাড়ে ৭টায় এবং দ্বিতীয় জামাত সোয়া ৮টায় অনুষ্ঠিত হবে।  

দক্ষিণ বগুড়া গোরস্থান জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় প্রথম এবং সকাল সাড়ে ৮টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। জামিল মাদ্রাসা মসজিদে সকাল ৭টায়, চকসুত্রাপুর জামে মসজিদে সকাল ৮টায়, বৃন্দাবন পাড়া জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়, সেউজগাড়ী জামে মসজিদে সকাল ৮টায়, রেল স্টেশন জামে মসজিদে সকাল ৮টায়, শ্যামবাড়িয়া পশ্চিমপাড়া বাইতুর রহমান জামে মসজিদে সকাল ৮টায়, দক্ষিণ পাড়া বাইতুস ছালাম জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়, চকলোকমান কলোনি জামে মসজিদে সকাল ৭টায় প্রথম এবং সকাল ৮টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে।

কাটনার পাড়া ঈদগাহ জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়, শাহী জামে মসজিদ ঠনঠনিয়ায় সকাল সোয়া ৭টায়, ঠনঠনিয়া দক্ষিণ পাড়া গোরস্থান মসজিদে সকাল সাড়ে ৭টায়,  ঠনঠনিয়া নুরুন-আলা-নূর ফাজিল মাদ্রাসা মসজিদে সকাল পৌনে ৮টায়, চকলোকমান কেন্দ্রীয় জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়, লতিফপুর পশ্চিম পাড়া বায়তুল রহমান জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়, বায়তুল ছুদদ জামে মসজিদ লতিফপুর উল্টরপাড়া সকাল পৌনে ৯টায়, বায়তুল জামে মসজিদে (ঠনঠনিয়া দক্ষিণপাড়া) সকাল সাড়ে ৭টায়, ঠনঠনিয়া বাইতুল মোকাররম জামে মসজিদে (পশ্চিমপাড়া) সকাল সোয়া ৭টায়, ঠনঠনিয়া নতুনপাড়া বাইতুল হাম জামে মসজিদে সকাল ৭টায় প্রথম এবং দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে।

বগুড়া জেলা ইমাম-মোয়াজ্জেম সমিতির সভাপতি ও বাইতুর রহমান সেন্ট্রাল জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল কাদের বাংলানিউজকে জানান, করোনা সংক্রমণ প্রতিরোধে এ বছর ঈদুল আজহার নামাজ ঈদগাহে না হওয়ার সিদ্ধান্ত হয়। এক্ষেত্রে প্রত্যেক পাড়া-মহল্লার মসজিদগুলোতে এক বা একের অধিকবার ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, জুলাই ৩১, ২০২০
কেইউএ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।