ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

অবশেষে জিয়ারতের জন্য খুলে দেওয়া হলো রাসুলের (সা.) রওজা

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২০
অবশেষে জিয়ারতের জন্য খুলে দেওয়া হলো রাসুলের (সা.) রওজা ছবি: হারামাইন শরিফাইন নামক ফেসবুক পেজ থেকে নেওয়া

অবশেষে জিয়ারতের (দর্শন) জন্য খুলে দেওয়া হয়েছে বিশ্বনবী হজরত মুহাম্মদের (সা.) রওজা শরিফ।  

রাজকীয় নির্দেশনায় রোববার (১৮ অক্টোবর) হজরত মুহাম্মদের (সা.) রওজা শরিফ খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছে সৌদি আরব।

সেই সঙ্গে একই দিন শুরু হয়েছে ওমরাহ হজের দ্বিতীয় ধাপ। সূত্র: সৌদি গেজেট।

ধারণ ক্ষমতার ৭৫ শতাংশ মুসল্লি মসজিদে নববিতে প্রবেশ ও রওজা শরিফ জিয়ারতের সুযোগ পাবেন।

এর আগে মঙ্গলবার (১৩ অক্টোবর) সৌদির হজ ও ওমরাহ বিষয়ক জাতীয় কমিটির সদস্য হানি আল-ওমাইরি এ ঘোষণা দিয়ে বলেন, ১৮ অক্টোবর মদিনা শরীফের পুরোনো স্থাপনাসহ পুরো মসজিদটি সবার জন্য খুলে দেওয়া হবে।  

ওমরার জন্য নিবন্ধনকারীদের অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হবে বলেও জানিয়েছে সৌদির হজ ও ওমরাহ বিষয়ক কমিটি। এছাড়া ১ নভেম্বর থেকে সৌদি আরবে অবস্থান করা এবং বাইরে থেকেও ইবাদতের উদ্দেশে সব মুসলিমকে মসজিদুল হারামে ঢুকতে দেওয়া হবে। তবে আবেদন করার আগে করোনা নেগেটিভ রিপোর্ট জমা দিতে হবে সবাইকে।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।