ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

কুমারখালীতে বৃষ্টির জন্য নামাজ আদায়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২১
কুমারখালীতে বৃষ্টির জন্য নামাজ আদায়

কুষ্টিয়া: বৃষ্টির জন্য প্রার্থনা করে নামাজ আদায় করেছেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের ভবানীপুর গ্রামের জনগণ।

বুধবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় ভবানীপুরের খরেলার বিলের ধারে স্থানীয় তিন শতাধিক মানুষ এ নামাজ আদায় করেন।

 

নামাজের ইমাম জুবায়ের বলেন, মানুষ, জীব-জন্তু, পশু-পাখি অনাবৃষ্টি ও অতি খড়ায় পড়েছে। তাই এ অবস্থা থেকে উত্তোরণের জন্য বৃষ্টির আশায় আমরা মহান আল্লাহপাকের দরবারে মাফ চেয়ে কান্নাকাটি করে ইসতিসকার নামাজ আদায় করেছি।

তিনি আরও বলেন, বৃষ্টির জন্য আগামী শুক্রবার (৩০ এপ্রিল) পর্যন্ত প্রতিদিন তারা এ নামাজ আদায় করবেন।

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।