ঢাকা, মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

ইসলাম

শ্যামনগরে রহমতের বৃষ্টি কামনায় নামাজ আদায়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৯, এপ্রিল ৩০, ২০২১
শ্যামনগরে রহমতের বৃষ্টি কামনায় নামাজ আদায় বৃষ্টির জন্য নামাজ। ছবি: বাংলানিউজ

সাতক্ষীরা: গ্রীষ্মের খরতাপ ও অনাবৃষ্টিতে পুড়ছে সাতক্ষীরার শ্যামনগর উপকূল। চারদিকে যেন পানির জন্য হা-হা-কার পড়েছে।

ঠিক এমনই পরিস্থিতিতে বৃষ্টির জন্য মহান আল্লাহ তায়ালার রহমত কামনা করে শ্যামনগরে নফল নামাজ আদায় করেছেন স্থানীয়রা।

শুক্রবার (৩০ এপ্রিল) বিকেল ৩টার দিকে শ্যামনগরের নকিপুর মোল্লা বাড়ি জামে মসজিদের দক্ষিণ পাশে অনুষ্ঠিত এই নামাজে শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন।

হাফেজ মাওলানা কামাল হোসেনের পরিচালনায় নামাজ শেষে মুসল্লিরা মোনাজাতে অংশ নেন এবং আল্লাহর কাছে ক্ষমা চেয়ে রহমতের বৃষ্টির জন্য প্রার্থনা করেন।  

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।