ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

নারায়ণগঞ্জে স্বাস্থ্যবিধি মেনে ৪১০৫ মসজিদে হবে ঈদ জামাত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, মে ৭, ২০২১
নারায়ণগঞ্জে স্বাস্থ্যবিধি মেনে ৪১০৫ মসজিদে হবে ঈদ জামাত 

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের হিসেব অনুযায়ী জেলার ৪ হাজার ১০৫টি মসজিদে এবার স্বাস্থ্যবিধি মেনে ৮ হাজার ঈদ জামাত অনুষ্ঠিত হবে। তবে এবার ঈদগাহে বা খোলা ময়দানে কোনো ঈদের জামাত অনুষ্ঠিত হবে না।

 

শুক্রবার (৭ মে) জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক জাকির হোসাইন বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।  

জাকির হোসাইন জানান, নারায়ণগঞ্জ জেলায় এবার আমাদের তালিকা অনুযায়ী মসজিদ রয়েছে ৪ হাজার ১০৫টি। আমরা ইতোমধ্যে সবার সঙ্গে যোগাযোগ করে তাদের দিক নির্দেশনা জানিয়ে দিয়েছি। এবার কোনো কেন্দ্রীয় ঈদের জামাত বা ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে না। আমাদের হিসেব অনুযায়ী জেলাটিতে এবার প্রায় ৮ হাজার ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

তিনি জানান, এবার প্রতিটি মসজিদে হবে একাধিক ঈদ জামাত। যেহেতু করোনার সংক্রামণ এখন বেশি তাই এবারো গত বছরের মতো কোনো খোলা ময়দান বা ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে না। আর তাই কোনো কেন্দ্রীয় জামাত অনুষ্ঠিত হবে না। জেলার প্রতিটি মসজিদ কর্তৃপক্ষ মিলে সুবিধাজনক সময়ে একাধিক ঈদের জামাতের সময় নির্ধারণ করবে। ঈদের নামাজ অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে।  

তিনি আরও জানান, প্রতিটি মসজিদেই সামাজিক দূরত্ব রজায় রেখে নামাজ অনুষ্ঠিত হবে। জীবাণুনাশক দিয়ে মসজিদের মেজে পরিষ্কার করতে হবে। মসজিদে প্রবেশের সময় হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে। প্রত্যেক মুসল্লিকে অবশ্যই মাস্ক পরতে হবে এবং জায়নামাজ বাধ্যতামূলক আনতে হবে। ঈদের জামাতে মসজিদে স্থান সংকুলান না হলে পরবর্তী জামাতে নামাজ আদায় করতে হবে।  

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, মে ০৭, ২০২১
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।