ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

ইসলাম

বরিশালে সব মসজিদে মুসল্লিদের উপচেপড়া ভিড়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৪ ঘণ্টা, মার্চ ১৯, ২০২২
বরিশালে সব মসজিদে মুসল্লিদের উপচেপড়া ভিড় ফাইল ফটো

বরিশাল: বরিশালে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে শবে বরাত।

শুক্রবার (১৮ মার্চ) এই পবিত্র রাতকে কেন্দ্র করে নগরীর সব মসজিদে মুসল্লিদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

নগরের মুসলিম গোরস্থান রোড জামে মসজিদে মাগরিবের নামাজের পর থেকেই মুসল্লিদের ভিড় বাড়তে থাকে। এশার নামাজের পর  মহান আল্লাহ ও তার প্রিয় হাবিবের সন্তুষ্টি অর্জন করার জন্য গরিবদের দান সদকা, কবর জিয়ারত ও এবাদত বন্দেগিতে মশগুল থাকতে দেখা যায় মুসল্লিদের।

শবে বরাতকে কেন্দ্র করে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল লক্ষনীয়। প্রতিটি মসজিদে যাতে মুসল্লিরা নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারে সে জন্য মশা নিধন ওষুধ ছিটানোসহ বিভিন্ন কর্যক্রম পরিচালনা করেছে বরিশাল সিটি করপোরেশন।

এ রাতে নগীরর প্রতিটি মসজিদগুলোতে শবে বরাতের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হতে দেখা গেছে।

বাংলাদেশ সময়: ০১২৪ ঘণ্টা, মার্চ ১৯,  ২০২২
এমএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।