ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয় পার্টি

এরশাদ ও দীপুর মামলা প্রত্যাহার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, মে ৪, ২০১৬
এরশাদ ও দীপুর মামলা প্রত্যাহার দাবি ছবি: রানা-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও কেন্দ্রীয় যুগ্ম আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম দীপুর বিরুদ্ধে আহসান উল্লাহ মাস্টার হত্যায় ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন জাতীয় ছাত্র সমাজ ও জাতীয় মহিলা পার্টি কেন্দ্রীয় কমিটির নেতারা।

বুধবার (৪ মে) বেলা ১১টার দিকে প্রেসক্লাবের সামনে জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এ মানববন্ধন করা হয়।

 

মানববন্ধনে বলা হয়, একজন ছাত্র কখনও শিক্ষককে খুন করতে পারেন না। মিথ্যা মামলায় ফাঁসিয়ে দীপুকে দেশান্তরিত করা হয়েছে। মূল দোষীদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনা হোক।

মানববন্ধনে উপস্থিতদের মধ্যে বক্তব্য রাখেন, গোলাম মো. রাজু, মো. নোমান মিয়া, হেলাল উদ্দিন, আবু সাঈদ স্বপন, মশিউর রহমান, জিয়ায়ুল হক জুয়েল, শাহাদাত হোসন, আব্দুর রহমান সুমন ও আব্দুর রহমান রোহান।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, মে ০৪ ২০১৬
এসআরএস/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।