ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয় পার্টি

জাপা কাউ‌ন্সিল ঘিরে উৎসবের আমেজ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৬ ঘণ্টা, মে ১৪, ২০১৬
জাপা কাউ‌ন্সিল ঘিরে উৎসবের আমেজ

আইইবি থেকে: জাতীয় পা‌র্টির (জাপা) ৮ম কাউ‌ন্সিল ঘিরে রমনা এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে।

শনিবার (১৪ মে) সকাল থেকে সারাদেশের জাপা’র বি‌ভিন্ন অঙ্গ সংগঠনের নেতকর্মীরা ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আই‌ইবিতে) সমাবেত হচ্ছেন।

কাউ‌ন্সিল স্থলে প্রবে‌শ মুখেই  রয়েছে  সুসজ্জিত অশ্বারহী দল। মূল ফটকে বিশাল দুই হা‌তি। বাজানো হচ্ছে দলের প্রে‌সিডেন্টকে নিয়ে লেখা কোরাস গান। ইতোমধ্যে সমাবেশ স্থ‌ল নেতাকর্মীদের পদচারণায় মুখো‌রিত হয়ে উঠেছে। সমাবেশের মূল স্টেজের সামনের সব আসন কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। পা‌র্টির কেন্দ্রীয় নেতাদের মধ্যে প্রে‌সি‌ডিয়াম সদস্য কাজী ফিরোজ র‌শিদ, ফখরুল ইমাম, মো. তাজুল ইসলাম চৌধুরী উপস্থিত রয়েছেন।

মানুষের সমাগম ই‌ঞ্জি‌নিয়ার্স ইন‌স্টি‌টিউশনের বাইরে সোহরাওয়া‌র্দী উদ্যানে ‌গিয়ে ঠেকছে। এখনো দলে দলে নেতাকর্মীরা আসছে।

বাংলা‌দেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, মে ১৪, ২০১৬
‌জে‌পি/এসএম/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।