ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয় পার্টি

জাপা কাউন্সিল: মহাধুমধামে সস্ত্রীক হাজির মহাসচিব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৩ ঘণ্টা, মে ১৪, ২০১৬
জাপা কাউন্সিল: মহাধুমধামে সস্ত্রীক হাজির মহাসচিব

আইইবি থেকে: আর কিছুক্ষণ পরেই শুরু হবে জাতীয় পার্টির (জাপা) ৮ম জাতীয় কাউন্সিল। ইতোমধ্যে সারাদেশ থেকে দলে দলে নেতাকর্মী এসে উপস্থিত হয়েছেন।

অপেক্ষা কেবল কেন্দ্রীয় নেতাকর্মীদের উপস্থিতির।

রাজধানী ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ’র (আইইবি) মঞ্চের চারপাশে চলছে গান-বাজনা, নেতাদের মধ্যে আলাপ-আলোচনা।

শনিবার (১৪ মে) সকাল ৯টা ২৭ মিনিটে হঠাৎ সেসব থেমে গেলো।

দু’টি ছাদখোলা পাজেরো গাড়ি প্রবেশ করলো বিশাল প্যান্ডেলের ভেতর।   সামনের গাড়িতে উচ্ছ্বাসের সঙ্গে হাত নাড়তে দেখা গেলো জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারকে। সোনালী রঙের গাড়িটি যখন মূল মঞ্চের দিকে এগিয়ে আসতে থাকে, তখন তার তিন গজ দূরেই হাত নাড়তে দেখা যায় কালো বোরখা (মুখ খোলা) পরিহিত এক নারীকে। কাছে আসতেই নিশ্চিত হওয়া গেলো তিনি আর কেউ নন- দলের মহাসচিবের সহধর্মিনী সংসদ সদস্য রত্না হাওলাদার। একটি কালো রঙের পাজেরো গাড়ি থেকে হাত নাড়ছিলেন জাপা ভাইস চেয়ারম্যান।

এ সময় দলের নেতাকর্মীরা তাদের করতালি দিয়ে বরণ করে নেন।

মহাসচিব ও তার স্ত্রীর গাড়ি দুটি মূল মঞ্চে উঠার সিঁড়ির কাছে গিয়ে ঠেকে। সেখানে আগে থেকেই উপস্থিত থাকা প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ, ফখরুল ইমামসহ অন্যান্যরা তাদের স্বাগত জানান।

** জাপা কাউ‌ন্সিল ঘিরে উৎসবের আমেজ

বাংলাদেশ সময়: ১০৩২ ঘণ্টা, মে ১৪, ২০১৬
জেপি/এসএম/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।