আইইবি থেকে: আর কিছুক্ষণ পরেই শুরু হবে জাতীয় পার্টির (জাপা) ৮ম জাতীয় কাউন্সিল। ইতোমধ্যে সারাদেশ থেকে দলে দলে নেতাকর্মী এসে উপস্থিত হয়েছেন।
রাজধানী ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ’র (আইইবি) মঞ্চের চারপাশে চলছে গান-বাজনা, নেতাদের মধ্যে আলাপ-আলোচনা।
শনিবার (১৪ মে) সকাল ৯টা ২৭ মিনিটে হঠাৎ সেসব থেমে গেলো।
দু’টি ছাদখোলা পাজেরো গাড়ি প্রবেশ করলো বিশাল প্যান্ডেলের ভেতর। সামনের গাড়িতে উচ্ছ্বাসের সঙ্গে হাত নাড়তে দেখা গেলো জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারকে। সোনালী রঙের গাড়িটি যখন মূল মঞ্চের দিকে এগিয়ে আসতে থাকে, তখন তার তিন গজ দূরেই হাত নাড়তে দেখা যায় কালো বোরখা (মুখ খোলা) পরিহিত এক নারীকে। কাছে আসতেই নিশ্চিত হওয়া গেলো তিনি আর কেউ নন- দলের মহাসচিবের সহধর্মিনী সংসদ সদস্য রত্না হাওলাদার। একটি কালো রঙের পাজেরো গাড়ি থেকে হাত নাড়ছিলেন জাপা ভাইস চেয়ারম্যান।
এ সময় দলের নেতাকর্মীরা তাদের করতালি দিয়ে বরণ করে নেন।
মহাসচিব ও তার স্ত্রীর গাড়ি দুটি মূল মঞ্চে উঠার সিঁড়ির কাছে গিয়ে ঠেকে। সেখানে আগে থেকেই উপস্থিত থাকা প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ, ফখরুল ইমামসহ অন্যান্যরা তাদের স্বাগত জানান।
** জাপা কাউন্সিল ঘিরে উৎসবের আমেজ
বাংলাদেশ সময়: ১০৩২ ঘণ্টা, মে ১৪, ২০১৬
জেপি/এসএম/এটি