ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয় পার্টি

এতিমদের সঙ্গে এরশাদ-রওশনের ইফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, জুন ৭, ২০১৬
এতিমদের সঙ্গে এরশাদ-রওশনের ইফতার ছবি: শাকিল - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পবিত্র রমজানের প্রথম দিনে প্রতিবারের মতো এতিমদের সঙ্গে ইফতারি করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
 
মঙ্গলবার (০৭ জুন) রাজধানীর গুলশানে ইমানুয়েলস কনভেনশন সেন্টারে প্রতিবছরের মতো এবারও এতিমদের সঙ্গে ইফতার করলেন সাবেক এই রাষ্ট্রপতি।

জাপা ঢাকা মহানগর উত্তর আয়োজিত ইফতার মাহফিলে এতিম শিশুদের মাঝে জায়নামাজ ও তজবি বিতরণ করা হয়েছে।
 
এ সময় উপস্থিত ছিলেন দলটির সিনিয়র কো-চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব এ বি এম রুহুল আমীন হাওলাদার, মহানগর উত্তর সভাপতি এস এম ফয়সল চিশতী, সাধারণ সম্পাদক বাহাউদ্দিন আহমেদ বাবুল, মহানগর দক্ষিণ সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলাসহ দলের শীর্ষ পর্যায়ের নেতারা।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, জুন ০৭, ২০১৬
এইচআর/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।