জাতীয় সংসদ ভবন থেকে: দেশে যা কিছুই ঘটুক জনগণের নিরাপত্তার দায়িত্ব সরকারকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন বাবলু।
মঙ্গলবার (১৯ জুলাই) জাতীয় সংসদে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলা, কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলা, সৌদি আরবের মদিনা ও ফ্রান্সে হামলার ঘটনায় সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
জিয়াউদ্দিন বাবলু বলেন, জনগণের জানমালের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের। আজ যা কিছু হোক সরকারকে এই দায়িত্ব নিতেই হবে।
জাতীয় পার্টির এ নেতা আরো বলেন, ‘যারা সন্ত্রাসে বিশ্বাস করে, অগ্নিসন্ত্রাস করে, তাদের বাদ দিয়ে যারা ২০১৪ সালের নির্বাচনে অংশগ্রহণ করেছে, তাদের নিয়ে আলোচনার ব্যবস্থা করুন। জাতীয় সংলাপে বসুন। মানুষ দেখবে, সমস্ত দল ঐক্যবদ্ধ’।
বাংলাদেশ সময়: ২১১৫ঘণ্টা, জুলাই ১৯, ২০১৬
এসকে/এসই/এসআর/এএসআর