ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয় পার্টি

সাবেক খাদ্যমন্ত্রী কোরবান আলীর দাফন সম্পন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৬
সাবেক খাদ্যমন্ত্রী কোরবান আলীর দাফন সম্পন্ন ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুষ্টিয়া: জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি কোরবান আলীর দাফন সম্পন্ন হয়েছে।
 
বুধবার (০৩ আগস্ট) দুপুর ২টায় কুষ্টিয়ার দৌলতপুরে আল্লাহর দরগাহ মাধ্যমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।


 
এরআগে ঢাকা থেকে তার মরদেহ অ্যাম্বুলেন্সে দৌলতপুরে পৌঁছালে হাজারো মানুষ তাকে শেষবারের মতো দেখতে ভিড় জমান।

জানাজার আগে কোরবান আলীর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্ত্বপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে স্মৃতিচারণ করেন শিল্পপতি নাসির উদ্দীন বিশ্বাস, অধ্যক্ষ আব্দুল জলিল, জাতীয় পার্টির দৌলতপুর উপজেলা সভাপতি মীর আব্দুল আওয়াল মাস্টার, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য মো. রেজাউল হক চৌধুরী, সাবেক সংসদ সদস্য আফাজ উদ্দীন আহাম্মেদ, বিএনপির সাবেক সংসদ রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা, দৌলতপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও কোরবান আলীর ভাতিজা মো. আলী আকবর, তার ছেলে শাহরিয়ার জামিল জুয়েল, দৌলতপুর থানা জাসদের সভাপতি রেজাউল হক প্রমুখ।

মঙ্গলবার দুপুর ১টার দিকে ঢাকার ইডেন মাল্টিকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন কোরবান আলী।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।