ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয় পার্টি

সিলেটে জাপার প্রস্তুতি সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৬
সিলেটে জাপার প্রস্তুতি সভা

সিলেট: পহেলা অক্টোবর সিলেট আসছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তার আগমন ও সমাবেশকে সফল করতে প্রস্তুতি সভা করেছে জেলা ও মহানগর জাতীয় পার্টি।


 
বুধবার (২৮ সেপ্টেম্বর) রাত ৯টায় নগরীর উপশহরের একটি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বৃহস্পতিবার  বিকেল ৪টায় নগরীতে প্রচার মিছিল বের করার সিদ্ধান্ত হয়।
 
এতে সভাপতিত্ব করেন দলের প্রেসিডিয়াম সদস্য ও বিভাগীয় সমন্বয়কারী এটিইউ তাজ রহমান। মহানগরের সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল হাই কাইয়ুম এবং জেলার সদস্য সচিব উছমান আলীর চেয়ারম্যানের যৌথ পরিচালনায় সভায় বক্তারা বলেন, সমাবেশে পার্টির চেয়ারম্যানের দিক নির্দেশনা অনুযায়ী দলকে এগিয়ে নিতে হবে।

সভায় বক্তব্য রাখেন জাপার কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমদ, যুগ্ম মহাসচিব সংসদ সদস্য ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া, জেলার আহ্বায়ক আব্দুল্লাহ সিদ্দিকী, কেন্দ্রীয় সদস্য সাইফুদ্দিন খালেদ, আতাউর রহমান আতা, মাহমদ আলী, জেলার সহ সভাপতি মালেক খান, অ্যাডভোকেট আব্দুর রহমান চৌধুরী।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুব সংহতির সদস্য ও জেলার সভাপতি আলতাফুর রহমান আলতাফ, জাপা নেতা দৌলা মিয়া, এম মুর্শেদ খান, ফখরুল ইসলাম সুহেল, সৈয়দ আহমদ আলী, কয়েছ আহমদ, স্বেচ্ছাসেবক পার্টির জেলা সভাপতি শহীদ আহমদ শিব্বির, মহানগর যুব সংহতির সভাপতি সুফিয়ান খান, জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক মরতুজা আহমদ চৌধুরী, মহানগর শ্রমিক পার্টির আহ্বায়ক এম বরকত আলী, সদস্য সচিব ইউসুফ সেলু, জেলার আহ্বায়ক তুফায়েল আহমদ তাপাদার, সদস্য সচিব সামসুদ্দিন বাবুল, ছাত্র সমাজের কেন্দ্রীয় সহসভাপতি হেলাল আহমদ তালুকদার, মহানগর ছাত্র সমাজের আহ্বায়ক আফজাল হোসেন মান্না, জেলার সাধারণ সম্পাদক আল আমিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ০২০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৬
এনইউ/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।