ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয় পার্টি

‘নিবার্চনের নামে বোমাবা‌জি হচ্ছে’ 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০২ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৬
‘নিবার্চনের নামে বোমাবা‌জি হচ্ছে’  ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জেলা প‌রিষদ নির্বাচনের কথা হচ্ছে। অনেকে যেতে চায় না, কেন নির্বাচন করবো! নিবার্চনের নামে হচ্ছে বোমাবা‌জি।

মঙ্গলবার (০১ অক্টোবর) জাতীয় যুব দিবস উপলক্ষে এক সমাবেশে এ মন্তব্য ‌করেছেন সাবেক রাষ্ট্রপ‌তি ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

জাতীয় পা‌র্টির কেন্দ্রীয় কাযার্লয়ের সামনে সমাবেশের আয়োজন করে জাপা’র অঙ্গসংগঠন জাতীয় যুব সংহ‌তি।

এরশাদ বলেন, প‌ত্রিকায় লেখা ‌দেখ‌ছি, আগাম সংসদ নির্বাচন হতে পারে। আমরা প্রস্তুত রয়ে‌ছি, যেকোনো সময়ের জন্য।

যুব সংহ‌তির কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমাদের মাধ্যমে আ‌মি ক্ষমতায় গিয়েছিলাম। আবার তোমাদের মাধ্যমে ক্ষমতায় যেতে চাই। এজন্য তোমাদের প্র‌তি আমার অনুরোধ, নির্দেশ দি‌চ্ছি, জনগণের কাছে যাও, তাদের ভালোবাসা অজর্ন করো, আস্থা অর্জন করো। দুর্বলের সঙ্গে কেউ হাত মেলায় না, শক্তি অর্জন করো।

এরশাদ বলেন, একশ’র বে‌শি বিশ্ববিদ্যালয় রয়েছে। হাজার হাজার ছাত্রছাত্রী বের ‌হচ্ছে প্র‌তিবছর। তারা চাকরি পাচ্ছে না, বেকার হয়ে সংসারের বোঝা হচ্ছে। এক সময় হতাশাগ্রস্ত থেকে নেশাগ্রস্ত হচ্ছে। এদের ফেরাতে হবে।

মাদ‌ক প্রসঙ্গ টেনে বলেন, সর্বত্র মাদক ছ‌ড়িয়ে পড়েছে। হাত বাড়ালেই ইয়াবা মেলে। কোথায় ইয়াবা বি‌ক্রি হয় আমরা সবাই জা‌নি। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়না।

বাংলা‌দেশ সময়: ১২০০ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৬
এ‌সআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।