ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয় পার্টি

‘বিএনপির সিদ্ধান্ত মানা না মানায় কিছুই যায় আসে না’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৫ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৭
‘বিএনপির সিদ্ধান্ত মানা না মানায় কিছুই যায় আসে না’ জাপা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ (ফাইল ছবি)

রংপুর: নির্বাচন কমিশন (ইসি) গঠনে বিএনপির প্রস্তাবিত সিদ্ধান্ত মানা না মানার বিষয়ে কিছুই যায় আসে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।

তিনি বলেছেন, রাষ্ট্রপতির কাছে বিএনপি যে সিদ্ধান্ত দিয়েছে, এটা মানা না মানার কোনো বিষয় নেই। কারণ সরকার যে সিদ্ধান্ত দেবে আর তাতে যদি আমরা (জাপা) সমর্থন দেই সেটাই চূড়ান্ত হবে।

সোমবার (০৯ জানুয়ারি) দুপুরে রংপুর শহরের পল্লি নিবাস বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এরশাদ এসব কথা বলেন।

বিএনপির অবস্থা খুবই করুণ উল্লেখ করে তিনি বলেন, তাদের অস্তিত্ব টিকিয়ে রাখাই এখন কঠিন হয়ে গেছে। তাই তাদের রাষ্ট্রপতির সিদ্ধান্ত মানা না মানায় এখন আর কিছুই যায় আসে না।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে আমার প্রতি চরম অবিচার করেছে। একটার পর একটা মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানি করা হয়েছে। এখন খালেদা জিয়াও আদালতে যেতে হচ্ছে।

এ সময় এরশাদ সংসদ সদস্য লিটন হত্যার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। বলেন, এমন ঘটনা নিরাপত্তাহীন করছে সাধারণ মানুষকে।

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন, মহানগর জাপার সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা, সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, জেলা জাপা সভাপতি মোফাজ্জল মাস্টারসহ অন্য নেতারা।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।