ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয় পার্টি

ফজিলাতুন্নেছা খুকির মৃত্যুতে এরশাদের শোক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৭
ফজিলাতুন্নেছা খুকির মৃত্যুতে এরশাদের শোক

ঢাকা: জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন খানের বোন ফজিলাতুন্নেছা খুকির (৮২) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

বুধবার (০৮ নভেম্বর) এক শোক বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।

শোকবার্তায় তিনি ফজিলাতুন্নেছা খুকির বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং তার শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আলাদা এক শোক বার্তায় জাপার মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার খুকির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এর আগে ফজিলাতুন্নেছা খুকি সকাল ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ক্যানসারে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৭
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।