ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয় পার্টি

সুশাসনের অভাবে দুর্নীতি এখন সর্বস্তরে: এরশাদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৮
সুশাসনের অভাবে দুর্নীতি এখন সর্বস্তরে: এরশাদ বক্তব্য রাখছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। ছবি: বাংলানিউজ

দিনাজপুর: সুশাসনের অভাবে এখন দেশের সর্বস্তরে দুর্নীতি ছেয়ে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত এবং জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে দিনাজপুরের চিরিরবন্দরের রাণীরবন্দরে উপজেলা জাপা আয়োজিত এক পথসভায় তিনি এ মন্তব্য করেন।

এরশাদ বলেন, সরকারের সুদৃষ্টি না থাকায় উত্তরবঙ্গ অবহেলিত হয়ে আছে।

উত্তরবঙ্গের মানুষ আজও অবহেলিত। দেশে আজ পিয়ন থেকে অফিসার পর্যন্ত, যেকোনো সরকারি চাকরি পেতে লাখ লাখ টাকা লাগছে। দুর্নীতি এখন সর্বস্তরে ছেয়ে গেছে সুশাসনের অভাবে।  

জাতীয় পার্টি ক্ষমতায় এলে উত্তরবঙ্গে উন্নয়নের জোয়ার বইবে জানিয়ে জাপা চেয়ারম্যান বলেন, আমরা ক্ষমতায় এলে দেশে সুশাসন প্রতিষ্ঠা করা হবে।  

উপজেলা জাতীয় পার্টির উপদেষ্টা সেকেন্দার আলীর সভাপতিত্বে পথসভায় উপস্থিত ছিলেন পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তাফা, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ওয়াজেদ আলী মাস্টার, সহ-সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক নুরুল আমিন সরকার, যুগ্ম-সম্পাদক ডা. শাহ আলম, সাংগঠনিক সম্পাদক শাহীনুর আলম, জেলা কৃষক পার্টির সাধারণ সম্পাদক আছিউর রহমান, খানসামা উপজেলার জাতীয় পার্টির আহ্বায়ক মোনাজাত চৌধুরী প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৮
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।