ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয় পার্টি

ব্রাহ্মণবাড়িয়ায় জাপার ইফতার মাহফিলে হামলা-ভাঙচুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, মে ৩১, ২০১৮
ব্রাহ্মণবাড়িয়ায় জাপার ইফতার মাহফিলে হামলা-ভাঙচুর জাপার ইফতার মাহফিলে হামলা-ভাঙচুর

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় জেলা জাতীয় পার্টির (জাপা) ইফতার মাহফিলে হামলা চালিয়ে ভাঙচুর করেছে একদল দুর্বৃত্তরা। এ ঘটনায় দলটির অন্তত পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি।

বৃহস্পতিবার (৩১ মে) সন্ধ্যায় পৌর শহরের টেংকের পাড় পৌর কমিউনিটি সেন্টারে এ হামলার ঘটনা ঘটে।  

জাপা সূত্রে জানা যায়, পৌর কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিলের আয়োজন করে জেলা জাতীয় পার্টি।

এতে জাপারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন।  

সংসদ সদস্য জিয়াউল হক মৃধার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জাপা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের উপদেষ্টা কাজী মামুনুর রশীদ, জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম প্রমুখ।

আলোচনার শেষ হওয়ার পরপর একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে অনুষ্ঠানস্থলে এসে হামলা চালিয়ে চেয়ার টেবিল ভাংচুর করে। এসময় দুর্বৃত্তরা এমপি জিয়াউল হক মৃধার গাড়িও ভাঙচুর করে।

এ ব্যাপারে জিয়াউল হক মৃধা বাংলানিউজকে বলেন, দল থেকে সদ্য বহিষ্কার হওয়া নেতা ওয়াহেদুল হক ওয়াহাবের ইন্ধনে এ হামলা চালানো হয়েছে। ইতোপূর্বেও ছাত্রলীগ নেতাকর্মীরা জেলা জাপার কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেছিল। আমার গাড়িসহ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, মে ৩১, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।