ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয় পার্টি

মহাজোট হবে কিনা জানেন শেখ হাসিনা-এরশাদ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, জুলাই ৭, ২০১৮
মহাজোট হবে কিনা জানেন শেখ হাসিনা-এরশাদ সৈয়দ আবু হোসেন বাবলা (এমপি)। ছবি: বাংলানিউজ

ঢাকা: আগামী জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি এককভাবে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে। তবে নির্বাচনের আগ মুহূর্তে আবারও আওয়ামী লীগের সঙ্গে মহাজোট হবে কিনা সেই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। 

শনিবার (৭ জুলাই) সকালে শ্যামপুর থানার ৫৪নং ওয়ার্ডের শাহাদাত হোসেন রোর্ডের উন্নয়ন কাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত নাগরিক সমাবেশে এ কথা বলেন জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা (এমপি)।  

আবু হোসেন বাবলা বলেন, সরকারের অংশিদার হয়ে সারাদেশে উন্নয়নের গতি তরান্বিত করেছে জাতীয় পার্টি।

একইসঙ্গে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে সঠিকভাবে দায়িত্ব পালন করে গণতন্ত্রের অগ্রযাত্রা সম্মুন্নত রাখার চেষ্টা করেছে।  

অনুষ্ঠিত নাগরিক সমাবেশে বিশিষ্ট সমাজ সেবক হাজি খলিলুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ৫৪নং ওয়ার্ড কাউন্সিলর হাজি মাসুদ, শ্যামপুর থানা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ইব্রাহিম মোল্লা, শেখ মাসুক রহমান, রফিকুল ইসলাম ফালান, ইসহাক সর্দার ও মো. মিন্টু ।

এর আগে সৈয়দ আবু হোসেন বাবলা, ৫১ ও ৫২ নং ওয়ার্ডে লাঙ্গল মার্কার পক্ষে গণসংযোগ করেন। গণসংযোগের সময় উপস্থিত ছিলেন শ্যামপুর থানা জাতীয় পাটির সভাপতি কাওসার আহমেদ, কদমতলি থানার সভাপতি শামসুজ্জামান কাজলসহ স্থানীয় জাতীয় পার্টির নেতৃবৃন্দ।  

গণসংযোগের সময় বাবলা একাধিক পথসভায় শ্যামপুর–কদমতলির উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখার স্বার্থে আগামী নির্বাচনে লাঙ্গল মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৮
এমএইচ/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।