ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

জাতীয় পার্টি

বাংলাদেশ ক্রিকেট দলকে এরশাদের অভিনন্দন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:০৩, সেপ্টেম্বর ২৭, ২০১৮
বাংলাদেশ ক্রিকেট দলকে এরশাদের অভিনন্দন

ঢাকা: এশিয়া কাপের ‘সুপার ফোর’ পর্বে শক্তিশালী পাকিস্তানকে পরাজিত করে ফাইনালে ওঠায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। 

বুধবার (২৬ সেপ্টেম্বর) রাতে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশের ৩৭ রানের জয় নিশ্চিত হওয়ার পর এক বার্তায় এরশাদ এ অভিনন্দন জানান।

ভারতের সঙ্গে অনুষ্ঠেয় এশিয়া কাপের ফাইনালেও এমন জয় প্রত্যাশা করে এরশাদ এই ধারাবাহিকতা বজায় রাখতে খেলোয়াড়দের প্রতি আন্তরিক আহ্বান জানান।

তিনি আশা প্রকাশ করেন, ক্রিকেটের মতো ফুটবলসহ অন্যান্য দলও জয়ের ধারায় এগিয়ে যাবে।

এরশাদ খেলোয়াড়দের পাশাপাশি দলের কোচ এবং ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদেরও আন্তরিক অভিনন্দন জানান।

বাংলাদেশ সময়: ০১৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৮
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।