ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয় পার্টি

সব দলের অংশগ্রহণে গণতন্ত্র সুসংহত হবে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৮
সব দলের অংশগ্রহণে গণতন্ত্র সুসংহত হবে

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণের মাধ্যমেই গণতন্ত্র সুসংহত হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার।

সোমবার (১৯ নভেম্বর) জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী অফিসে সম্মিলিত জাতীয় জোটের লিঁয়াজো কমিটির সভা শেষে এ মন্তব্য করেন তিনি।

জাপা মহাসচিব বলেন, নির্বাচনের ফলাফল দেশের ভোটাররাই নির্ধারণ করবেন।

তাই রাজনৈতিক দলগুলোকে নির্বাচনের সময় ভোটারদের প্রতি আস্থা রাখতে হবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব দল অংশগ্রহণের ফলে গণতন্ত্র সুসংহত হবে।
 
রুহুল আমিন হাওলাদার বলেন, নির্বাচনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হবে। সব দল মিলে নির্বাচন কমিশনকে সহযোগিতা করলে, লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে।
 
এসময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, এসএম ফয়সল চিশতী, মেজর (অব.) খালেদ আখতার, শফিকুল ইসলাম সেন্টু উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৮
এসই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।