ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয় পার্টি

৩ আগস্ট কুড়িগ্রাম-লালমনিরহাটে ত্রাণ বিতরণ: জিএম কাদের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, আগস্ট ১, ২০১৯
৩ আগস্ট কুড়িগ্রাম-লালমনিরহাটে ত্রাণ বিতরণ: জিএম কাদের জাপার চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। ফাইল ফটো

ঢাকা: চলতি বছরের ৩ আগস্ট কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলায় বন্যা কবলিত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করবেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের)।

বৃহস্পতিবার (১ আগস্ট) জাপা সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

জানা যায়, ৩ আগস্ট সকাল ১০টায় হেলিকপ্টারযোগে কুড়িগ্রাম স্টেডিয়ামে অবতরণ করবেন দলটির চেয়ারম্যান জিএম কাদের।

এইদিন ১০টা ৪০ মিনিটে কুড়িগ্রামের পাঁচগাথী ইউনিয়ন কলেজ মাঠে বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করবেন তিনি।

এরপর দুপুর ১২টায় কুড়িগ্রাম থেকে হেলিকপ্টারযোগে লালমনিরহাটের উদ্দেশে যাত্রা করবেন জাপার চেয়ারম্যান। পরে দুপুর ১টায় লালমনিরহাট রাজপুর হাইস্কুল মাঠে বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করবেন ও বিকেল ৩টায় লালমনিরহাট থেকে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন জাপার চেয়ারম্যান।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৯
এসএমএকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।