ওইদিন বিকেল ৪টায় চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
রোববার (০১ সেপ্টেম্বর) জাপা সূত্রে এ তথ্য জানা গেছে।
রংপুর-৩ শূন্য হওয়া আসনে জাতীয় পার্টির প্রার্থীদের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত।
এদিকে এরশাদের শূন্য ঘোষিত রংপুর-৩ (সদর) আসনে আগামী ৫ অক্টোবর উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। ইলেক্ট্রনিক্স ভোটিং মেশিনে (ইভিএম) এদিন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
রোববার (০১ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মো. মোখলেছুর রহমান নির্বাচনের এ তফসিল ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৯
এসএমএকে/জেডএস