রোববার (৮ সেপ্টেম্বর) বেলা ১টায় জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় উপনেতার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বৈঠকে উপস্থিত হওয়ার জন্য নিজেকে জাপার চেয়ারম্যান দাবি করে রওশন এরশাদ কো-চেয়ারম্যান হিসেবে জাতীয় পাটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপিকে চিঠি পাঠিয়েছেন।
বৈঠকে জাতীয় পার্টির সংসদীয় দলের নেতা নির্বাচনের বিষয়টি চিঠির আলোচ্য সূচিতে উল্লেখ করা হয়েছে।
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর পার্টির চেয়ারম্যানের দায়িত্ব নেন তার ছোট ভাই জিএম কাদের।
সবশেষ গত সপ্তাহে জিএম কাদের জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা হওয়ার জন্য প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে স্পিকারকে চিঠি দেন।
স্পিকারকে চিঠি দেওয়ার পর রওশন এরশাদ নিজেকে জাপার চেয়ারম্যান ঘোষণা করেন। জাতীয় পার্টির চেয়ারম্যান কে তা নিয়ে ধোঁয়াশার মধ্যে রোববার সংসদীয় দলের নেতা নির্বাচনে বৈঠকের আয়োজন করে জিএম কাদেরকে আমন্ত্রন জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ২৩৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৯
এসই/এসআইএস