বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যানের বনানী কার্যালয়ে জাতীয় হকার্স পার্টির কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, সমাজে বৈষম্য আছে বলেই গরিব ও ধনী মানুষের সংখ্যা বাড়ছে।
জাপার মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেন, জাতীয় পার্টি হতদরিদ্র ও খেটে খাওয়া মানুষের রাজনীতি করে। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ সারাজীবন হতদরিদ্র মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করেছেন।
এসময় দরিদ্র ও শ্রমিক শ্রেণির ঐক্যই জাতীয় পার্টির মূল শক্তি বলে উল্লেখ করেন তিনি।
জাতীয় হকার্স পার্টির সভাপতি আনোয়ার হোসেন আনুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- জাপার প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, এসএম ফয়সল চিশতী, মীর আব্দুস সবুর আসুদ, আলমগীর সিকদার লোটন, ভাইস চেয়ারম্যান মোস্তাকুর রহমান মোস্তাক, যুগ্ম মহাসচিব সুলতান আহমেদ সেলিম, হকার্স পার্টির রাজু আহমেদ রিপন, রাবেয়া আক্তার বকুল, মুকুল আমিন, হুমায়ুন কবির, কামাল শেঠ, সাজেদুল হক লিটন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ডিসেম্বর ০৫ ২০১৯
এসএমএকে/এসএ