ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয় পার্টি

জাতীয় পার্টি সবচেয়ে সম্ভাবনাময় শক্তি: জিএম কাদের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৮ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
জাতীয় পার্টি সবচেয়ে সম্ভাবনাময় শক্তি: জিএম কাদের জাপা চেয়ারম্যান জিএম কাদেরসহ নেতাকর্মীরা, ছবি: বাংলানিউজ

ঢাকা: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, দেশের রাজনীতিতে একটি শূন্য বিরাজ করছে। এই শূন্যতা পূরণে একমাত্র রাজনৈতিক শক্তি হচ্ছে জাতীয় পার্টি। বর্তমান বাস্তবতায় জাতীয় পার্টি সবচেয়ে সম্ভাবনাময় শক্তি। তাই বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা জাতীয় পার্টিতে যোগ দিচ্ছেন। আবার অনেকেই যোগ দিতে যোগাযোগ করছেন।

বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে চেয়ারম্যানের বনানী অফিসে ফেনী জেলা বিএনপি নেতা ভিপি জহির ও ভিপি বেলালের নেতৃত্বে বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীর যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জিএম কাদের বলেন, আগামী দিনে জাতীয় পার্টি আরও শক্তিশালী হয়ে জনগণের সমর্থন নিয়ে দেশের দায়িত্বভার গ্রহণ করবে।

শৃঙ্খলাই শক্তি। তাই নেতৃত্বের প্রতি আনুগত্য থাকতে হবে। এসময় দলকে আরও শক্তিশালী করতে তৃণমূল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেন, যারা অন্য দল থেকে জাতীয় পার্টিতে যোগ দিচ্ছেন, তাদের যোগ্যতা অনুযায়ী সম্মান দেওয়া হবে। যেসব আসনে জাতীয় পার্টির সংসদ সদস্য ছিল, সেগুলো আমরা আগামী নির্বাচনে পুনরুদ্ধার করতে চাই। তাই দলকে আরও শক্তিশালী করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে জাপার প্রেসিডিয়াম সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী বলেন, আমরা শান্তির রাজনীতি করি। আমরা কারও সঙ্গে সংঘাতে জড়াব না। তবে কোনো শক্তি সংঘাতে বাধ্য করলে জাতীয় পার্টি পিছপা হবে না।

জাপা প্রেসিডিয়াম সদস্য ও ফেনী জেলার সভাপতি নাজমা আকতারের সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু, সুনীল শুভ রায়, এসএম ফয়সল চিশতী, মীর আব্দুস সবুর আসুদ প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য মোতাহার হোসেন চৌধুরী ও ইকবাল আলমগীর।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
এসএমএকে/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।