ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয় পার্টি

দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানালেন জাপা চেয়ারম্যান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৪ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২০
দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানালেন জাপা চেয়ারম্যান

ঢাকা: ইংরেজি নতুন বছরে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের)।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এ অভিনন্দন জানান। অভিনন্দন বার্তায় দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন তিনি।

অভিনন্দন বার্তায় জাপার চেয়ারম্যান জিএম কাদের বলেন, গেলো বছরের দুঃখ-কষ্ট আর গ্লানি পেছনে ফেলে একটি সম্ভাবনাময় পল্লীবন্ধুর স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আমরা সামনে এগিয়ে যাবো। এগিয়ে চলবো নতুন প্রজন্মের জন্য ক্ষুধা, দারিদ্র্য ও বেকারত্ব মুক্ত দেশ গড়তে।

জাপার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যেও দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তিনি।

জাপার মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. মসিউর রহমান রাঙ্গাও ইংরেজি নতুন বছরে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ০৩২৩ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২০
এসএমএকে/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।