রোববার (১৫ মার্চ) দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে জাতীয় মৎস্যজীবী পার্টির ১১৫ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি অনুমোদন দিয়ে উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আগামী দিনের রাজনীতিতে জাতীয় পার্টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এসময় মো. আজহারুল ইসলাম সরকারকে সভাপতি এবং মীর শামসুল আলম লিপটনকে সাধারণ সম্পাদক করে ১১৫ সদস্য বিশিষ্ট জাতীয় মৎস্যজীবী পার্টির কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন জিএম কাদের।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিয়া উদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, উপদেষ্টা মন্ডলীর সদস্য মনিরুল ইসলাম মিলন, ভাইস চেয়ারম্যান আদেলুর রহমান আদেল, দফতর সম্পাদক সুলতান মাহমুদ, শিক্ষা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিরু, কেন্দ্রীয় সদস্য ওয়াহিদুর রহমান ওয়াহিদ, জাতীয় ছাত্র সমাজ সহ-সভাপতি অর্নব চৌধুরী, জাতীয় ছাত্র সমাজের যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের খন্দকার প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, মার্চ ১৫, ২০২০
এসএমএকে/ওএইচ/