ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয় পার্টি

লিবিয়ায় শ্রমিক হত্যায় জাপা চেয়ারম্যানের নিন্দা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, মে ৩১, ২০২০
লিবিয়ায় শ্রমিক হত্যায় জাপা চেয়ারম্যানের নিন্দা

ঢাকা: লিবিয়ায় বাংলাদেশি ২৬ শ্রমিককে নির্মমভাবে গুলি করে হত্যার ঘটনায় জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন।

রোববার (৩১ মে) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এ নিন্দা জানান।

বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, এই ধরনের পৈশাচিকতা সভ্য দুনিয়াকে হতবাক করে দিয়েছে।

আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং যাদের হত্যা করা হয়েছে তাদের লাশ অবিলম্বে দেশে প্রেরণ এবং নিহতদের পরিবার-পরিজনকে উপযুক্ত ক্ষতিপূরণ দেবার জন্য লিবিয়া সরকারের প্রতি আমি জোর দাবি জানাচ্ছি।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘন্টা, মে ৩১, ২০২০
এসএমএকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।