ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

কর্ণফুলীর গল্প

সিনথিয়া ইয়াসমিন | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, মে ৯, ২০১২
কর্ণফুলীর গল্প

গল্পটা হয়তো অনেকেরই জানা। তবে যারা জানো না তাদের জন্য তো ফের বলা যেতেই পারে, কী বল?

গল্পের শুরুতেই একটি প্রশ্ন দিয়ে শুরু করি।

বল দেখি, রূপসী চট্টলার । অনিন্দ্য সুন্দরী কর্ণফুলী নদীটির নাম কর্ণফুলী হল কেন?

এ পেছনে আছে একটি গল্প। সেই গল্পটি আসলে একটি লোককথা।

এক রাজকন্যা ভালোবাসতো আদিবাসী এক রাজকুমারকে। রাজকুমারের সাথে নদীতে নৌকায় ঘুরে বেড়ানোর সময় বেখেয়ালে রাজকন্যার কানের পরা অলংকার অর্থাৎ কানের ফুলটি খুলে নদীর জলে পরে যায়। এটি ছিল রাজকন্যার খুবই প্রিয়।

রাজকন্যা কানের দুলটি চিরতরে হারানোর ভয়ে  ঝাঁপিয়ে পরেন নদীর জলে। কিন্তু কান বা কর্ণের ফুলটি আর খুঁজে পাননি তিনি। ওদিকে খরস্রোতা নদীর উথাল-পাথাল ঢেউয়ে বেসামাল রাজকন্যা। ডুবতে থাকা রাজকন্যাকে বাঁচাতে রাজপুত্রও ঝাঁপিয়ে পরেন নদীর জলে।

রাজকন্যার মত তিনিও হারিয়ে যান অতল গভীরে। সেই যে রাজকন্যার কানের ফুল বা কর্ণের ফুলের জন্য রাজকন্যা আর রাজপুত্র একসঙ্গে হারিয়ে গেলেন নদীর জলে সেই শোকাবহ ঘটনার সূত্রেই এই নদীর নাম হয় কর্ণফুলী।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, মে ০৯, ২০১২

সম্পাদনা: আরিফুল ইসলাম আরমান, বিভাগীয় সম্পাদক, ইচ্ছেঘুড়ি / আহসান কবীর, আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।