ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

শিশুদের মেধা বিকাশে সরকার কাজ করছে: গণশিক্ষা মন্ত্রী

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, মে ১০, ২০১২
শিশুদের মেধা বিকাশে সরকার কাজ করছে: গণশিক্ষা মন্ত্রী

মুন্সীগঞ্জ: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডা. আফছারুল আমীন এমপি বলেছেন, ‘বর্তমান সরকার শিশুদের মেধার সঠিক বিকাশসহ বিজ্ঞানমনস্ক এবং সুনাগরিক হিসেবে তাদের গড়ে তুলতে কাজ করে যাচ্ছে’।

বৃহস্পতিবার দুপুরের দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখানের ইছাপুরা উচ্চ বিদ্যালয় মাঠে শ্রীনগর ও সিরাজদিখান উপজেলা প্রাথমিক শিক্ষা সমাপনী পরিক্ষায় জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।



মন্ত্রী এসময় আরও বলেন, ‘এ লক্ষ্যে প্রযুক্তির বিকাশে সফল স্কুলগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে ল্যাপটপ ও ইন্টারনেট সরঞ্জাম দেওয়া হবে’।

সরকারের বিভিন্ন সাফল্য উল্লেখ করে সংবর্ধনাপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শিশুবান্ধব করতে সবাইকে কাজ করতে হবে’।

মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য দেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ, পরিচালক কাওসার সাবিনা, জেলা প্রশাসক আজিজুল আলম, সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, শ্রীনগর উপজেলা চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী প্রমুখ।

সিরাজদিখান উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম রুমী জানান, অনুষ্ঠানে সিরাজদিখান ও শ্রীনগর উপজেলায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরিক্ষায় ৬০৪ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, মে ১০, ২০১২
কাজী দীপু/ সম্পাদনা: রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।