ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

ভালোই ইনকাম করে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৫ ঘণ্টা, মে ১৪, ২০১২
ভালোই ইনকাম করে

এক আমেরিকান বাঙালি ভদ্রলোকের সাথে নিউইয়র্কে দেখা হলো বাংলাদেশ থেকে নতুন আসা এক তরুণের..

- চাচা কেমন আছেন ?

- কি বলবো বাবা। বড় ছেলেটা ফারগো ব্যাংকে চাকরি করে।

মেজটা ইউনাইটেড এয়ারলাইন্সে এ চাকরি করে। সেজটা ওয়াল স্ট্রিটে ব্রোকার। ছোটটা কিছু করে না। রাস্তায় দাড়িয়ে ভিক্ষা করে।

- তাতে কি? বাকিরা তো সবাই ভালোই ইনকাম করে।

- সেটাই তো সমস্যা। আজ ক’দিন হলো ছোটটাই সংসার চালাচ্ছে।

    
এক কম একশ
ছেলে অংক পরীক্ষার নম্বর জেনে স্কুল থেকে বাড়ি এসেছে ।

মা জিজ্ঞসে করলেন , কত পেয়েছিস?

-মাত্র একের জন্য একশ পাইনি ।
-তাই নাকি নিরানব্বই পেয়েছিস?
-না দুটো শূন্য পেয়েছি ।

সংগ্রহে: তৌফিকুল ইসলাম সম্রাট

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।