ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

গাছ দেখা গাছ চেনা

ইচ্ছেঘুড়ি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, মে ১৫, ২০১২
গাছ দেখা গাছ চেনা

ঢাকা: পৃথিবীতে কত রকমেরই না গাছ আছে। সব গাছ কী তোমরা চেনো?

ইট কাঠের দেয়াল ঘেরা এই রাজধানী শহরেও রয়েছে অনেক গাছ।

যার অনেকগুলোই তোমরা চেনো না।

তবে এই অচেনা গাছগুলো চেনাতে তোমাদের জন্য ‘গাছ দেখা গাছ চেনা’ কর্মসূচির উদ্যোগ নিয়েছে পরিবেশবাদী সংগঠন ‘তরুপল্লব’।

আসছে শুক্রবার সকাল সাড়ে ৮টায় রাজধানীর রমনা পার্কের রমনা বটমূলে ১২তম ‘গাছ দেখা গাছ চেনা’ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

তোমাদের গাছ চেনানোর জন্য সেখানে উপস্থিত থাকবেন অধ্যাপক দ্বিজেন শর্মা, উদ্ভিদবিদ শামসুল হক, পাখি পর্যবেক্ষক এবং গবেষক ইনাম আল হক, শরীফ খান এবং প্রকৃতিপ্রেমী মৃত্যুঞ্জয় রায় ও মোকারম হোসেন।

পড়াশোনার ফাঁকে উদ্ভিদ জগতের সঙ্গে মিতালী করার চমৎকার সুযোগ এটি। আমাদের প্রতিবেশী এসব সবুজের সঙ্গে পরিচিত হতে ঘুরে আসতে পারো ‘গাছ দেখা গাছ চেনা’ কর্মসূচি থেকে।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, মে ১৫, ২০১২

সম্পাদনা: আরিফুল ইসলাম আরমান, বিভাগীয় সম্পাদক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।