ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ইচ্ছেঘুড়ি

হা! হা! হি! হি!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১০
হা! হা! হি! হি!

কাকতালীয়তার একটি উদাহরণ
শিক্ষক: কেউ কি আমাকে কাকতালীয়তার একটি উদাহরণ দিতে পারবে?
সালমান: স্যার, আমার বাবা ও মা একই দিনে একই সময়ে বিয়ে করেছিলেন।

সামনে স্কুল, আস্তে চলুন
শিক্ষক: তুমি দেরি করে আসলে কেন?
আবুল: সাইনের কারণে স্যার।


শিক্ষক: কিসের সাইন?
আবুল: ওই যে লেখা ছিল, “সামনে স্কুল, আস্তে চলুন”।

খালি চোখে দেখতে পারবেন না
শিক্ষক : তোকে তো ব্যাকটেরিয়ার চিত্র আঁকতে বলেছিলাম। তুই তো দিলি সাদা কাগজ। কেন?
ছাত্র : স্যার, আমি তো ব্যাকটেরিয়ার চিত্র এঁকেছি। কিন্তু আপনি তো তা খালি চোখে দেখতে পারবেন না।

সংগ্রহে : তৌফিকুল ইসলাম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।