ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

টাঙ্গাইলে শিশু চলচ্চিত্র উৎসব

ইচ্ছেঘুড়ি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, জুন ৯, ২০১২
টাঙ্গাইলে শিশু চলচ্চিত্র উৎসব

ঢাকা: ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন স্লোগানে টাঙ্গাইলে চলছে ৪র্থ আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব।

বৃহস্পতিবার সকাল ১১টায় স্থানীয় ভাষানী হলে এই উৎসব শুরু হয়।



উৎসব কমিটির চেয়ারম্যান সাবেক সচিব ও রাষ্ট্রদূত আনোয়ার উল আলম শহীদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র মানবেন্দ্র পাল মিল্টন, অধ্যাপক তরুণ ইউসুফ, অধ্যক্ষ সেকান্দর হায়াৎ, টাঙ্গাইল ক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সেতু টাঙ্গাইলের পরিচালক হোসনে আরা আহমেদ।

উৎসবে বিভিন্ন দেশের ১৭টি শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হবে। প্রদর্শিতব্য চলচ্চিত্র গুলোর মধ্যে রয়েছে দি ক্রোকোডাইলস্, দীপু নাম্বার টু, দুরত্ব, হীরক রাজার দেশে, তারে জামিন পার, আমার বন্ধু রাশেদঅ

উৎসব আগামী ১০ জুন পর্যন্ত চলবে ।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, জুন ০৯, ২০১২
সম্পাদনা: আরিফুল ইসলাম আরমান, বিভাগীয় সম্পাদক, ইচ্ছেঘুড়ি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।