ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

ফাবার-ক্যাস্টেল আর্ট কম্পিটিশনের দ্বিতীয় পর্বে ২৫ হাজার শিশু

ইচ্ছেঘুড়ি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, জুন ১৬, ২০১২
ফাবার-ক্যাস্টেল আর্ট কম্পিটিশনের দ্বিতীয় পর্বে ২৫ হাজার শিশু

ঢাকা: শুরু হয়েছে ফাবার-ক্যাস্টেল আর্ট কম্পিটিশন-২০১২ এর দ্বিতীয় পর্ব। ১৫ জুন থেকে এই প্রতিযোগিতা শুরু হয়েছে।

দ্বিতীয় পর্বে অংশ নিচ্ছে ২৫ হাজার শিশু শিক্ষার্থী।

প্রতিযোগিতার দ্বিতীয় পর্ব দেশের ১৮টি স্থানে অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে রয়েছে ময়মনসিংহ, বগুড়া, রংপুর, দিনাজপুর, রাজশাহী, খুলনা, যশোর, বরিশাল, ফরিদপুর, কুমিল্লা, সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার এবং ঢাকার ৩টি স্থান।

প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশ নেবে ১৪৪০ জন প্রতিযোগী।

ফাস্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হাফিজ আহমেদ বলেন, “প্রতিযোগীতা যতটাই এগিয়ে যাচ্ছে প্রতিযোগীদের প্রতিভা ততটাই বিকশিত হচ্ছে। চূড়ান্ত পর্বের জন্য সকল প্রতিযোগীদের অভিনন্দন। ”

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, জুন ১৬, ২০১২

সম্পাদনা: আরিফুল ইসলাম আরমান, বিভাগীয় সম্পাদক, ইচ্ছেঘুড়ি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।