ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

বাবার জন্য

অশোকেশ রায় | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩০ ঘণ্টা, জুন ১৭, ২০১২
বাবার জন্য

হাওয়ার সাথে আমার খেলা মেঘের সাথে উড়তে চাই
রোদ্দুরেতে পিঠ মেলে দেই ছায়ার সাথে ঘুরতে চাই।
গাছের সাথে পাখির সাথে মিতালীতা জুড়তে চাই
মাটির ভালোবাসা নিয়ে আকাশ পানে ছুড়তে চাই।


 
বাবার জন্য মন্দ ভালো সাদা কালো চিনতে পাই
বাবার জন্য আশায় ভরা স্বপ্নগুলো কিনতে পাই।
 
সূর্য তারা চাঁদের আলো দু’হাত দিয়ে ধরতে চাই
বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্রাণের ভাষা পড়তে চাই।
কোমল হৃদয় মুখের হাসি সঙ্গী আমার করতে চাই
লাল সবুজে মন রাঙিয়ে ন্যায়ের পথে লড়তে চাই।
 
বাবার জন্য জীবন গড়ার মূলমন্ত্র শিখতে পাই
বাবার জন্য নামটা নিজের কালের খাতায় লিখতে পাই।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।